A pronoun takes the place of noun. অর্থাৎ, noun- এর পরিবর্তে pronoun ব্যবহৃত হয় ।
Pronoun ছাড়া Sentence : Salim has a book. Salim reads the book.
Pronoun ব্যবহার করে : Salim has a book. He reads it. এখানে Salim এর পরিবর্তে He এবং the book এর পরিবর্তে it ব্যবহার করা হয়েছে Pronoun হিসাবে ।
Use of Pronouns :
1. Personal Pronoun (ব্যক্তিবাচক সর্বনাম) :
যার মাধ্যমে ব্যক্তির প্রকারভেদ জানা যায়, তাকে Person বলে ।
Person
Person তিন প্রকার - a) First person (উত্তম পুরুষ)
b) Second person (মধ্যম পুরুষ)
c) Third person (নাম পুরুষ)
a) First person: যার মাধ্যমে বক্তা নিজেকে বুঝায় তাকে First person বলে । উদাহরণ: I, We
Cases and numbers of the first person (First person এর কারক ও বচন নিম্নরুপ) :
Cases | Singular | Plural |
Nominative | I - আমি | We - আমরা |
Objective (বাংলা ২য়া বিভক্তি, কে যুক্ত ) | Me - আমাকে | Us - আমাদিগকে |
Possessive (বাংলা ৬ষ্ঠী বিভক্তি, র/এর ) | My, mine - আমার | Our, Ours - আমাদের |
b) Second person: বক্তা যাকে সম্বোধন না করে সামনে রেখে কিছু বলে, তাকেই Second person বলা হয় । উদাহরণ: You
Cases and numbers of the Second person (Second person এর কারক ও বচন নিম্নরুপ) :
Cases | Singular | Plural |
Nominative | You - তুমি, আপনি | You - তোমরা, আপনারা |
Objective | You - তোমাকে, আপনাকে | You - তোমাদিগকে, আপনাদিগকে |
Possessive | Your - তোমার, আপনার | Your - তোমাদের, আপনাদের |
c) Third person: কারো অনুপস্থিতিতে কিছু বলতে বক্তা যে Person এর আশ্রয় নেয়, তাকেই Third person বলা হয় । উদাহরণ: He, She, it, they ।
Cases and numbers of the third person (Third person এর কারক ও বচন নিম্নরুপ) :
Cases | Singular | Plural |
Nominative | He, she - সে | They - তারা |
Objective | Him, her - তাকে / তাহাকে | Them - তাদিগকে / তাহাদিগকে |
Possessive | His, her - তার / তাহার | their - তাদের, তাহাদের |
► Nominative (কর্তৃ কারক হিসাবে): I (আমি), we (আমরা), you (তুমি/তোমরা), he/she (সে / তিনি), they (তা'রা) ।
Example:
Singular | Plural |
I am a boy. | We are boys. |
You are a girl. | You are girls. |
He/She is a teacher. | They are teachers. |
► Objective (কর্ম কারক হিসাবে): me (আমাকে), us (আমাদের/আমাদেরকে), you (তোমরা/তোমাদের/তোমাদেরকে), him/her (তাহাকে / তাকে), it (ইহা), them (তাদেরকে/তাহাদিগকে) ।
Example:
Singular | Plural |
Mother loves me. | Mother loves us. |
Mother loves you. | Mother loves you. |
Mother loves him/her. | Mother Loves them. |
► Possessive (সম্বন্ধ পদ হিসেবে-অধিকার বা স্বত্ব বোঝালে): my-mine (আমার), our-ours (আমাদের), your-yours (তোমার/তোমাদের), his-his (তার/তাহার), her-hers(তার/তাহার (স্ত্রী)), their-theirs(তাহাদের/তাদের), it-its(ইহার/এর) ।
Example:
Singular | Plural |
This is my book. This book is mine. |
These are our books. These books are ours. |
That is your pen. That pen is yours. |
Those are your pens. Those pens are yours. |
This is his cap. This cap is his. |
These are their caps. These caps are theirs. |
This is her ring. This ring is hers. |
These are their rings. These rings are theirs. |
উল্লেখ্য যে এখানে mine, ours, yours, his, hers and theirs হল Possessive Pronoun এবং অন্যদিকে noun এর আগে ব্যবহার করা হয়েছে বলে ও noun এর স্বত্বাধিকার অবস্থার নির্দেশ করায় my, our, your, his, her, their এইগুলো হল Possessive Adjective.