grammar

    Clause: যে শব্দ-সমষ্টি একটিমাত্র Part of speech –এর কাজ করে এবং তাতে কোন Subject ও Predicate থাকে না, তাকে Phrase বলে। অন্যদিকে, যে শব্দ-সমষ্টির মধ্যে Subject ও Predicate থাকে অথচ একটি Part of speech- এর ন্যায় ব্যবহৃত হয়ে একটি বৃহত্তর Sentence- এর অংশ হিসেবে কাজ করে তাকে Clause বলে।

    1. He has a ring of gold. (Phrase)
    2. He has a ring which is made of gold. (Clause)

    ‘Of gold’ হল একটি Phrase কিন্তু “Which is made of gold” হল একটি Clause. কারণ which এখানে Subject এবং “is made of gold” হল Predicate.

    দ্বিতীয় Sentence- টিতে দুটি clause. “He has a ring”- অর্থের দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ বলে একে Principal Clause বা Main Clause বলে। কারণ, এ Clause অন্য কোন clause- এর ওপর নির্ভরশীল না হয়েই সম্পূর্ণ একটি অর্থ প্রকাশ করছে। অন্যদিকে “Which is made of gold” – এ Clause টির মধ্যে Subject এবং Predicate থাকা সত্ত্বেও তা Principal Clause ছাড়া পূর্ণ অর্থ প্রকাশ করছে না। এ ধরণের Clause কে Subordinate অথবা Dependent Clause বলা হয়।

    যে Sentence- এ একটি Principal clause এবং এক বা একাধিক Subordinate clause থাকে, তাকে Complex Sentence বলা হয়। উপরে উল্লেখিত দ্বিতীয় Sentence টি একটি Complex Sentence.

    কিন্তু প্রথম Sentence টি একটি Simple Sentence, কারণ এতে একটি মাত্র Subject এবং একটি মাত্র Predicate আছে।

    নিচের Sentence টি লক্ষ্য করি:

    The teacher entered the class and the students stood up.

    এ Sentence- টিতে দুটি clause আছে। একটি হল “The teacher entered the class” এবং অন্যটি “The students stood up.” – এ দুটি clause নিজেরাই স্বয়ংসম্পূর্ণ , একে অন্যের উপর নির্ভরশীল নয়। কাজেই, দুই বা ততোধিক সমমানের clause কোন Co-ordinating conjunction দ্বারা যুক্ত হয়ে একটি Sentence হলে তাকে Co-ordinate Clause বলে এবং যে Sentence গঠিত হয় তাকে Compound Sentence বলে।

    Subordinate Clause তিন প্রকার:

    1. The Noun Clause does the work of a noun.
    2. The Adjective Clause does the work of an adjective.
    3. The Adverbial Clause does the work of an adverb.
    Comments