grammar

    Uses of Preposition
    Of এর ব্যবহার
    i) সাধারণত 'এর' অর্থ বুঝাতে of বসে ।
    যেমন - The English language course of Apex English Academy is very fine.
    ii) 'বিদ্যমান' অবস্থা বুঝালে of বসে । যেমন- Bangladesh is a country of peace and happiness. 
    iii) ধারণ ক্ষমতার পূর্ণতা বুঝাতে of বসে । যেমন- He died of cholera.
    iv) অধিকার বুঝাতে of বসে । যেমন- This is a book of my sister.
    v) Relation বা Source বুঝাতে of বসে । যেমন- Hasan comes of a noble family.
    vi) অভিন্ন সম্পর্ক বুঝাতে of বসে । যেমন- District of Lalmonirhat.
    vii) কোন কিছু দিয়ে তৈরি বুঝাতে of বসে । যেমন- The chair is made of wood.
     
    to এর ব্যবহার
    i) দিক নির্দেশ করা বুঝাতে to বসে । যেমন- He has gone to college.
    ii) কাছে বা নিকটে বুঝাতে to বসে । যেমন- He came to me.
    iii) মুখোমুখি অর্থ বুঝাতে to বসে । যেমন- Talk to her face to face.
    iv) উদ্দেশ্য অর্থ বুঝাতে to বসে । যেমন- Send the book to shamim.
    v) সময় বাকি আছে অর্থ বুঝাতে to বসে । যেমন- It is ten minutes to ten.
    vi) অনুযায়ী অর্থ বুঝাতে to বসে । যেমন- I found the place to my liking.  
    vii) পরিণাম বুঝাতে to বসে । যেমন- He was sentenced to death.
    viii) পর্যন্ত বুঝাতে to বসে । যেমন- They fought to the end of the battle. 
    ix) অনুপাত বুঝাতে to বসে । যেমন- Four to one he will succeed.
     
    At এর ব্যবহার
    i) অবস্থান অর্থ বুঝাতে At বসে । যেমন- Shamim is at his office.
    ii) তুলনা মূলকভাবে ছোট স্থান ও নির্দিষ্ট কোন স্থিরবিন্দু বোঝাতে at বসে ।
                যেমন- Ali lives at Shantibagh in Dhaka, Please open at page 20.
    iii) নির্দিষ্ট সময়ে বুঝাতে at বসে । যেমন- Mamun will come here at 8 P.M
    iv) দক্ষতা প্রকাশের ক্ষেত্রে at বসে । যেমন- Saiful is good at Physics.
    v) বিদ্রুপের ক্ষেত্রে at বসে । যেমন- Do not laugh at the poor.
    vi) বয়স বুঝাতে at বসে । যেমন- He came to the orphanage at the age of four.
    vii) তাকানো বা লক্ষ্য করার ক্ষেত্রে at বসে । যেমন- Look at the moon.
    viii) মূল্য বুঝাতে at ব্যবহৃত হয় । যেমন- Rice sells at 16 taka per kg.
    ix) চরম অবস্থা বা সীমা বুঝাতে at বসে । যেমন- at first, at last.
    x) মাত্রা বুঝাতে at বসে । যেমন- The car ran at 100 miles per hour.
    xi) গুলি করা অর্থে at বসে । যেমন- The police fired at the mob. 
     
    In এর ব্যবহার
    i) স্থান বুঝাতে in বসে । যেমন- Sohel lives in Australia.
    ii) সময় বুঝাতে বা কোন সময়ের মধ্যে বুঝাতে । যেমন- He will come in an hour.
    iii) অবস্থা বুঝাতে in বসে । যেমন- His health is in good condition.
    iv) মাসের নাম বা সালের নামের পূর্বে in বসে । যেমন- He will go in April. Bangladesh became independant in 1971.
    v) কোন বিষয়ে বা ভাষায় বুঝাতে in বসে । যেমন- Wali reads in English.
    vi) পোশাক পরিচ্ছন্নগত অবস্থা বুঝাতে in বসে । He is not in uniform.
    vii) মানসিক অভিব্যক্তি যেমন ভয়, সন্দেহ, বিষ্ময়, কান্না, রাগ প্রভৃতির পূর্বে in বসে । যেমন- He cried out in fear.
    ix) ঋতু বুঝাতে in বসে । যেমন- He came in winter.
    Comments