1. বাক্যের subject যদি third person ও singular number হয় তাহলে present indefinite tense এ verb এর সাথে s/es হয় । কিন্তু অন্য কোন Tense এ রকম হয় না ।
যেমন:
সে ভাত খায় - He eats rice.
সে নাচে- She dances.
মুকুল গান গায়- Mukul sings a song.
লক্ষ্য কর: উপরের বাক্য গুলোতে He, She, Mukul subject গুলো third person singular number(একবচন).
কিন্তু subject third person হয়েও যদি plural number(বহুবচন) হয় তাহলে verb এর সাথে s/es যুক্ত হয় না ।
যেমন:
তাহারা ভাত খায় - They eat rice.
মুকুল এবং মুনির গান গায় - Mukul and Munir sing a song.
এখানে subject গুলো হল plural (বহুবচন).
2. Present indefinite Tense এর বাক্যের subject third person ও singular number হলেও বাক্যটি যদি negative হয় তাহলে তাতে does not ব্যবহৃত হয় এবং তখন verb এর সাথে s/es হয় না ।
যেমন:
He goes to school. (affirmative)
He does not go to school. (negative)
Joly sings a song. (affirmative)
Joly does not sing a song. (negative)
3. Past or future Tense হলে verb এর সাথে s/es যুক্ত হয় না । সেক্ষেত্রে সেই Tense এর structure অনুযায়ী verb বসবে ।
4. Modal verb যেমন: can,could,may,might,shall,should,will,would,dare,need,ought to,have to, must এর পরে verb এর সাথে কোন কিছু যোগ না হয়ে verb এর present form বসবে ।
যেমন:
তোমার কাজটি করা উচিত - You should do the work.
তাকে অবশ্যই নাচতে হবে - She must dance.
মুকুলের যেকোন ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা করার সাহস আছে - Mukul dare challenge any dire consequence.
হাফেজ লোকজনকে হাসাতে পারে - Hafez can make the people laugh.
5. yesterday,ago,last week, last month/year, day before yesterday(গত পরশু দিন) ইত্যাদি word বাক্যে ব্যবহৃত হয়ে যদি কাজটি ঐ সময় হয়েছিল বুঝায় তাহলে verb এর past form ব্যবহত হয় । বাংলা বাক্যটিতে verb এর রুপ present এর মত মনে হলেও ইংরেজীতে verb এর past form ব্যবহার করতে হয় ।
যেমন:
সুজন গতকাল বাড়ী এসেছে - Sujon came home yesterday.
আমি গত বছর ভারত গিয়েছিলাম - I went India last year.
6. অনেকক্ষণ ধরে একটি কাজ চলছে এরূপ বুঝাতে for এবং অনেক আগের কোন একটি মুহূর্ত থেকে একটি কাজ চলছে এই অর্থে since ব্যবহৃত হলে তার পূর্ববর্তী verb এর present perfect continuous tense হয় । যদি verb না থেকে কোন Adjective থাকে তাহলে তার পূর্বে have been / has been(present perfect tense) বসে ।
যেমন:
Incorrect : He is ill(adjective) for two months.(সে দুই মাস যাবত অসুস্থ)
Correct : He has been ill for two months.
Incorrect :Incorrect: It is raining for two hours.
Correct : It has been raining for two hours.
Incorrect :Incorrect: She is reading in this school since 1989.
Correct : She has been reading in this school since 1989.
7. Since এর দুই পাশে যদি দুটি ছোট বাক্য অথবা clause থাকে তাহলে প্রথম বাক্যটির verb হবে present perfect Tense এর এবং এবং দ্বিতীয় বাক্যটির verb হবে past indefinite.
যেমন:
Incorrect: Ten years passed since he has left the village.(দশ বছর হল সে গ্রাম ছেড়েছে)
Correct : Ten years have passed since he left the village.
Incorrect : Two days passed away since he has died ( দুদিন হল সে মরেছে )
Correct: Two days have passed away since he died.
8. Since যখন Adverb হিসাবে বসে ago(আগে) এর মত অর্থ প্রকাশ করে তখন এই since এর আগে একটি Adverb of time বসে এবং verb এর past indefinite Tense হয় ।
যেমন:
Incorrect: I have seen my wife long since(ago). (অনেক আগে আমি আমার বউকে দেখেছিলাম)
Correct : I saw my wife long since(ago)
লক্ষ্য কর: এখানে long since এর আগে adverb of time হিসাবে বসেছে ।
9. Before মানে হল "আগে" । এর আগে verb এর past perfect tense(had + verb এর past participle) বসে । আবার after মানে হল "পরে" । এরপরে past perfect tense (had + verb এর past participle) বসে ।
যেমন:
ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল : The patient had died before the doctor came
ডাক্তার আসার পরে রোগীটি মারা গেল : The patient died after the doctor had come
10. বর্তমানে কোন কাজ সম্পন্ন হয়েছে এরুপ অনুমান বুঝালে তখন verb এর future perfect tense (Subject + shall / will + have + verb(past participle) ) ।
যেমন:
সে হয়ত (নিশ্চিত অনুমান) এতক্ষনে বরিশাল পৌছে গেছে - He will have reached barishal by this time.
লক্ষ্য কর: এখানে by this time - দ্বারা বর্তমান কাল বুঝাচ্ছে । অথচ verb এর future perfect tense ব্যবহৃত হল । তার মানে এই নয় যে কাজটি future এর, অনুমান প্রকাশ করতে গেলে future perfect tense এরুপে বর্তমানকে বুঝাতে পারে ।
11. Lest দ্বারা দুটি clause যুক্ত হলে পরবর্তী clause এর verb এর আগে should বসে । ঐ verb টির negative রুপ ব্যবহার করা যায় না ।
যেমন:
Run fast lest(পাছে, নইলে) you should miss the train.
Incorrect: Work hard lest you will fail.
Correct : Work hard lest you should fail.
আবার
Incorrect: Work hard lest you ুshould not fail.
Correct : Work hard lest you should fail.
লক্ষ্য কর: এখানে long since এর আগে adverb of time হিসাবে বসেছে ।
12. অতীতকালের সম্ভাবনা প্রকাশ করতে (এরকম হ'তে হত বা ঘটত - ইত্যাদি) would have + verb এর past participle ব্যবহৃত হয় ।
যেমন:
If you had not helped me , I would have failed in the examination.
তুুমি যদি আমাকে সাহায্য না করতে তাহলে আমি পরীক্ষায় ফেল করতাম ।
13. অতীতকালে কোন কাজ ঘটেছে এরুপ নিশ্চিত অনুমান বুঝাতে must have + verb এর past participle ব্যবহৃত হয় ।
যেমন:
He didn't go to school yesterday , He must have been ill.
সে গতকাল স্কুলে যায়নি , নিশ্চয়ই সে অসুস্থ থাকবে ।
14. কোন কামনা (wish, desire) বুঝাতে subject এর আগে may বসে । এমন বাক্যটিকে বলে optative sentence.
যেমন:
May you be happy - তুমি সুখী হও ।
May Allah bless you - আল্লাহ তোমার মঙ্গল করুন ।
15. As if, as though দ্বারা দুইটি clause যুক্ত হলে প্রথম clause টির verb present tense এর হলেও পরবর্তী clause টির verb এর past indefinite tense হয় ।
যেমন:
He talks as if he were(was নয়) mad - সে পাগলের মত কথা বলে ।
He behaves as if he owned the house - সে এমনভাবে কথা বলে যেন সে বাড়িটির মালিক ।
16.
A). No sooner had +sub+verb(past participle)+ than + Past indefinite tense.
B). Scarcely had + sub + verb(past participle) + When + Past indefinite tense.
C). Hardly had + sub + verb(past participle) + When + Past indefinite tense.
যেমন:
আমি স্টেশনে পৌছতে না পৌছতেই ট্রেন ছেড়ে দিল ।
= No sooner had I reached the station than the train left(past form).
= Scarcely had I reached the station when the train left(past form).
= Hardly had I reached the station when the train left(past form).