grammar

    PARTS OF SPEECH

    সংজ্ঞা : একটি পূর্ণাঙ্গ বাক্যের অংশ হিসাবে কোন শব্দ যে কাজ করে বা অর্থ প্রকাশ করে তার ভিত্তিতে শব্দকে শ্রেণীবিভক্ত করা হলে তখন তাকে বলে Parts of speech.

    Definition: When words are classified according to what work they do as small parts of a whole sentence , they are called parts of speech.

     

    Classification and examples: There are 8 parts of speech. নিম্নে ৮ প্রকার Parts of speech উদাহরণসহ ছকে দেওয়া হল:

     No   Parts of speech   সংক্ষিপ্ত পরিচয়  Example
     1.  Noun  যে কোন নাম ।  Jahid,Dhaka,poet etc.
     2.  Pronoun  সর্বনাম, নামের পরিবর্তে ব্যবহৃত শব্দ ।  He, She, They, Them, We, Our etc.
     3.  Adjective  গুণ, দোষ, অবস্থা প্রকাশক শব্দ ।  Good, Bad, Beautiful, Nice etc.
     4.  Verb  কোন কিছু করা ।  go, eat, sleep, run, play etc.
     5.  Adverb  একটি কাজ কথন , কিভাবে এবং কোথায় সম্পন্ন হল তা বুঝায় ।  attentively, nicely, well etc.
     6.  Preposition  word এর আগে বসে পূর্ববর্তী word এর সাথে ঐ word এর সম্পর্ক স্থাপন করে ।  for, in, into, at, on, above etc.
     7.  Conjunction  দুই বা ততোধিক word কে যুক্ত করে ।  and, but, or, if, unless etc.
     8.  Interjection  আনন্দ, দু: খ, আবেগ, ভয় ইত্যাদি প্রকাশ করে ।  Alas!, Hush!, Hurrah! etc.

     

    Comments