সংজ্ঞা : Noun হল নামবাচক শব্দ । কোন কিছুর নামকেই Noun বলে ।
Definition : Nouns are naming words. Name of something is called Noun.
অবস্থা এবং গণনযোগ্যতার উপর ভিত্তি করে Noun কে দুই ভাগে ভাগ করা যায় -
A) Concrete Noun
B) Abstract Noun
Concrete Noun কে আবার চারভাগে ভাগ করা যায় -
1. Proper Noun
2. Common Noun
3. Collective Noun
4. Material Noun
A) Concrete Noun
সংজ্ঞা : Concrete noun হল সেই সব বস্তুুর নাম যাদের বাহ্যিক অস্তিত্ব আছে এবং যা ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্দি করা যায় - বা দেখা যায়,
গন্ধ দিয়ে অনুভব করা যায়, ছোয়া যায় বা আস্বাদন করা যায় ।
Definition : A concrete noun is the name of something which has external physical existence and cab be perceived
through senses,that means,
It can be seen, smelt, touched, or tested.
Examples: Cow, book, silver, building, air, gas, odour(ঘ্রাণ) etc.
► Proper Noun:
সংজ্ঞা : যে concrete noun কোন একটি নির্দিষ্ট ব্যক্তি , বস্তু, স্থান প্রভূতির নাম বুঝায় তাকে Proper Noun বলে ।
Definition: A proper noun is the name of a particular person, thing, place, or any other thing.
Examples:
Name of persons: Oveget, Sami, Sumon, Azim, Mizan etc.
Name of things: Titanic, Friday, Quran, Bible etc.
Name of place: Khulna, Sirajgonj, America etc.
► Common Noun:
সংজ্ঞা : যে concrete noun কোন এক শ্রেণীর ব্যক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বুঝায় তাকে Common Noun বলে ।
Definition: A common noun is one which is common to each member of a class of persons or things.
Examples:
এখানে "Common" বা "সাধারণ" শব্দটি খুব গুরুত্বপূর্ণ । নিম্নের ছকটির মাধ্যমে proper and common noun কে খুব সহজভাবে দেখানো হল :
Proper Noun | Common Noun |
---|---|
rose ( গোলাপ ) | flower ( ফুল ) |
Nazrul Islam | poet ( কবি ) |
Rebina | girl |
Earth | planet ( গ্রহ ) |
Shirt | dress ( পোশাক ) |
► Collective Noun:
সংজ্ঞা : যে noun এক এক জাতীয় ব্যক্তি বা বস্তুর অবিভক্ত সমষ্টিকে বুঝায় তাকে Collective Noun বলে ।
Definition: A collective noun is the name of a group of persons or things of the same kind thought of as one undivided whole.
Examples:
flock ( ঝাক ), band ( দল ), herd ( পাল ), jury ( বিচার সভা ), crowd ( জনতা ), gang ( দল ), team, group, committe, audience.
► Material Noun:
সংজ্ঞা : যে noun কোন পদার্থের সমুদয় অংশকে এককভাবে বুঝায় এবং তার অন্তর্গত কোন খন্ড বা অংশকে বুঝায় না তাকে Material Noun বলে ।
Definition: A material noun is a name which indicates a matter or substance as a mass and does not indicate any part or
number of it.
Examples:
Iron, Gold, Milk, Tea, Water etc.
B) Abstract Noun
সংজ্ঞা : Abstract noun হল সেই সব বস্তুুর নাম যাদের বাহ্যিক অস্তিত্ব নেই এবং যা ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্দি করা যায় না শুধুু গুণকে বা
অবস্তুগত ধারনাকে নির্দেশ করে ।
Definition : Abstract noun is that noun which indicates some abstract idea or quality which has no
physical existence and can not be touched, smelt, heard, or perceived through te sense; but can only be imagined.
Examples: Honesty ( সততা ), boyhood ( বাল্যকাল ), Justice ( ন্যায় ) etc.
► Countable Noun:
সংজ্ঞা : যে সকল বস্তুর সংখ্যা গণনা করা যায় তাদের নামকে Countable Noun বলে ।
Definition: A countable noun is the name of anything which can be counted by number.
Examples: flower, child, book, pen, star, river, a boy, two boys, a day, three days, a problem, four weeks etc.
► Uncountable Noun:
সংজ্ঞা : যে সকল বস্তুর সংখ্যা গণনা করা যায় না শুধুু অন্য কোন উপায়ে পরিমাপ করা গেলেও যেতে পারে তাদের নামকে Uncountable Noun বলে ।
Definition: An uncountable noun is the name of anything that cannot be counted by numbers and may be measured
by some other units only.
Examples: water, solt, honesty, air, beauty etc.
Uncountable Nouns এর তালকা :
Substance: food, ice, iron, coal, water, steel.
Human qualities: honesty, cruelty, patience, courage.
Feelings: happiness, pride, joy, relief, respect, anger.
Activities: aid, help, work, sleep, travel, information.
Abstract ideas: freedom, beauty, fun, life, death, luck, love, peace, fear, mercy.
Games: football, hockey, cricket, chess, tennis.
Small particles: sand, rice, flour, salt, sugar.
Other things: baggage, luggage, furniture, jam, scenery, hair, damage.
ব্যবহারের ধরণ সাপেক্ষে একই noun আবার count ও mass উভয়ই হতে পারে ।