Omission of definite article (The):
-
বিখ্যাত গ্রন্থের লেখকের নাম গ্রন্থের পূর্বে থাকলে the বসে না। কিন্তু লেখকের নাম পূর্বে না থাকলে the বসে।
যেমন – The Gitanjoli of Robindranath. -
রাস্তা, এভিনু, স্কয়ার, পার্কের নামের পূর্বে the বসে না।
যেমন – He is going to park. -
ভাষার নামের পূর্বে the বসে না।
যেমন – Bangla is our mother lsnguge. English is an international language. -
কিন্তু ভাষার নামের পরে language শব্দ টা উল্লেখ থাকলে the বসে।
যেমন – The English language is international. -
হ্রদের নামের পূর্বে the বসে না।
যেমন – Lake Superior, Lake Baikal, Lake Caspian. -
দিন বা মাসের নামের পূর্বে the বসে না।
যেমন – Friday is holyday. -
রোগের নামের পূর্বে the বসে না।
যেমন – Fever has broken out in the home. -
Allah or God এর নামের পূর্বে the বসে না।
যেমন – Allah has created us. -
শরীরের অঙ্গ-প্রতঙ্গ এবং পোশাক- পরিচ্ছেদ ইত্যাদির পূর্বে the বসে না।
যেমন – Raise your right hand. Put off your shirt. -
ভ্রমন সম্পর্কিত যানবাহন বা ভ্রমন পথের পূর্বে the বসে না।
যেমন – by bus, by train, by launch.
Comments