spoken

    Rule : If = অতীত কালে কোন শর্ত বুঝালে

    প্রয়োগ ক্ষেত্র : কোন বাক্য দ্বারা অতীত কালে কোন শর্ত বুঝালে । যেমন: তুমি যদি না আসতে সে তোমাকে বকা দিত ।

    Structure:

    *** If clause টি যদি past simple tense হয় তবে অপর clause হবে would+main verb । 

    প্রয়োগ ক্ষেত্র : কোন বাক্য দ্বারা অতীত কালে কোন শর্ত বুঝালে । যেমন: তুমি যদি না আসতে সে তোমাকে বকা দিত ।

    StructureIf + Subject + Principal verb (past form) + Object + , + Subject + would + Principal verb (Present form) + Object.

    Example:

    1. তুমি যদি গতকাল আসতে তাহলে তার সাথে দেখা হত = If you came yesterday, you would meet her.
    2. তুমি যদি না আসতে সে তোমাকে বকা দিত = If you didn't come, he would rebuke you.
    3. তুমি যদি খারাপ ব্যবহার করতে তোমাকে শাস্তি দেওয়া হত = If you misbehaved, you would be punished.
    4. আমি যদি টিটুর কাছে যেতাম, আমি কিছু নোট পেতাম = If I went to Titu, I would get some notes. 
    5. তুমি যদি সময়মত না আসতে, তুমি ট্রেনটি মিস করতে = If you didn't come in time, you would miss the train.
    6. যদি তারা আমার কাছে আসত, আমি তাদেরকে সাহায্য করতাম = If they came to me, I would help them.

    Person settings:

    Example: