spoken

    Rule : If = বর্তমান কালে কোন শর্ত বুঝালে

    প্রয়োগ ক্ষেত্র : কোন বাক্য দ্বারা বর্তমান কালে কোন শর্ত বুঝালে । যেমন: তুমি যদি বৃষ্টিতে ভেজ, তোমার ঠান্ডা লাগবে ।

    Structure:

    *** If clause টি যদি present simple tense হয় তবে অপর clause হবে Future simple tense এর । 

    প্রয়োগ ক্ষেত্র : কোন বাক্য দ্বারা বর্তমান কালে কোন শর্ত বুঝালে । যেমন: তুমি যদি বৃষ্টিতে ভেজ, তোমার ঠান্ডা লাগবে ।

    StructureIf + Subject + Principal verb (present form) + Object + , + Subject + will + Principal verb (Present form) + Object.

    Example:

    1. যদি তুমি আস, আমি যাব = If you come, I will go.
    2. যদি তুমি না আস, আমি যাব না = If you don't come, I will not go.
    3. কেউ যদি বিষ খায় , সে মারা যাবে = If anyone takes poison, he will die.
    4. তুুমি যদি এখন চলে যাও, আমি রাগ করব = If you go away now, I will mind. 
    5. তুমি যদি বৃষ্টিতে ভেজ, তোমার ঠান্ডা লাগবে = If you wet in the rain, you will catch cold.
    6. যদি তুমি গোলমাল কর, তোমাকে শাস্তি দেওয়া হবে = If you make noise, you will be punished.
    7. তুমি যদি সেখানে না যাও, তোমার পাওনা টাকা পাবে না = If you don't go there, you won't get your due money.
    8. যদি তুমি হেঁটে যাও তোমার বেশি সময় লাগবে = If you go on foot, it will take more time.

    Person settings:

    Example: