spoken

    Rule : Would, Could, May = বিনয় প্রকাশ করার জন্য

    প্রয়োগ ক্ষেত্র : বিশেষ করে বেশী বিনীতভাবে কথা বলার ক্ষেত্রে ব্যবহৃত হয় । 

    Structure:

    প্রয়োগ ক্ষেত্র : Would, Could, May এগুলো বিশেষ করে বেশী বিনীতভাবে কথা বলতে ব্যবহার হয় ।

    StructureWould/Could/May + Subject + Principal verb (present form) + Object +  Extension ?

    Example:

    1. দয়া করে আমাকে কিছু টাকা ধার দিবেন ? = Would you lend me some money, please?
    2. দয়া করে আমি কি বাহিরে যেতে পারি ? = May i go out, please?
    3. দয়া করে আমি কি ভিতরে আসতে পারি ? = May i be inside, please? / May i come in, please?
    4. তুমি কি কিছু খাবে ? =  Would you have something?
    5. দয়া করে ওবামাকে কি সংবাদটা পাঠানো যাবে ? = Would you kindly send the news to Obama?
    6. দয়া করে সোহেল তুমি কি আমাকে বাংলাদেশের স্কোরটা জানাবে ? = Would Moni inform me the score of Bangladesh?
    7. তোমার  বিঘ্ন ঘটাতে পারি? = Could you permit me to interrupt you?
    Note:  Would, Could, May দিয়ে প্রশ্ন করলে উত্তর Would, Could, May দিয়ে হবে ।
    Example: 
    Question: Would you tell me?
    Answer: Yes I would tell you.

    Person settings:

    Example: