apostrophe s
-
Step 1
সাধারণত: প্রাণীবাচক singular noun এর শেষে apostrophe s ('s) যুক্ত করে possesive case গঠন করা হয় ।
Examples:
1. Jahangir is Shamim's brother. - জাহাঙ্গীর শামীমের ভাই ।
2. Mina's table. - মিনার টেবিল ।
3. The boy's desk. - বালকটির ডেস্ক ।
4. The king's crown. - রাজার মুকুট ।
-
Step 2
Noun টি যদি plural হয় , এবং তা 's' দিয়ে শেষ হয়, তা হলে শুধু apostrophe বসাতে হবে ।
Examples:
1. Boys' school. - বালকদের স্কুল ।
2. Girls' school. - বালিকাদের স্কুল ।
3. Passengers' comfort. - বালকটির ডেস্ক ।
4. Horses' mane. - ঘোড়াদের কেশর ।
5. Ladies' park. - মহিলাদের পার্ক ।
কিন্তু কারো নামের শেষেই যদি 's' থাকে সেক্ষেত্রে apostrophe s ('s) দিয়ে possesive গঠিত হতে পারে ।
Examples:
1. Charles's friend. - চার্লসের বন্ধু ।
2. Venus's beauty. - ভেনাসের সৌন্দর্য্য ।
3. Keats's poetry. - কীটসের কবিতা ।
4. Shams's pen. - শ্যামসের কলম ।
-
Step 3
Plural noun যদি 's' দিয়ে শেষ না হয় তবে ('s) দিয়ে possessve গঠন করতে হয় ।
Examples:
1. Men's club. - পুরুষদের ক্লাব ।
2. Women's purlour. - মহিলাদের ক্লাব ।
-
Step 4
Compound noun এর ক্ষেত্রে শেষের word টির সাথে ('s) যুক্ত করে possessive গঠন করতে হয় ।
Examples:
1. Father-in-law's car. - শশুরের গাড়ী ।
2. Mother-in-law's locket. - শাশুরীর লকেট ।
3. Secretary-general's address. - মহাসচিেবর ঠিকানা ।
-
Step 5
যখন দুই বা ততোধিক noun , and দ্বারা যুক্ত হয় তখন শেষের noun টির শেষে ('s) যুক্ত করলে যৌথ মালিকানা এবং প্রত্যেকটির সাথে যুক্ত ('s) হলে পৃথক মালিকানা বুঝায় ।
Examples:
1. Alam and jamal's building. (Same building but belonging to both of them). - আলম এবং জামালের বাড়ী ।
2. Alam's and jamal's building. (Separate building belonging to separate two person). - আলমের বাড়ী এবং জামালের বাড়ী ।